• ঢাকা
  • শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ২ বিএনপি নেতা আটক


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার আগস্ট ৭, ২০২৫, ০১:২৩ পিএম নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ২ বিএনপি নেতা আটক

নারায়ণগঞ্জে চাঁদাবাজি ও নানা অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শীর্ষ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তরুণ দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি টিএইচ তোফা এবং নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
এর আগে বুধবার (৬ আগস্ট) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। টিএইচ তোফাকে রাত সোয়া ১১টার দিকে আটক করা হয়। অন্যদিকে এস এম আসলামের বাড়ি নাসিক ৬নং ওয়ার্ড থেকে রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, বিএনপি নেতা আসলামের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে একাধিক অভিযোগ রয়েছে। এ কারণে তাকে পুলিশ সুপার (এসপি) স্যার ডেকে নিয়েছেন।
অন্যদিকে টিএইচ তোফার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তদন্তে সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি।