• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে শহীদদের কবর জিয়ারত করলেন অধ্যাপক নকিবুল হুদা


বাঞ্ছারামপুর বার্তা | মো. আলাউদ্দীন সাদী আগস্ট ৭, ২০২৫, ০৯:১৪ এএম বাঞ্ছারামপুরে শহীদদের কবর জিয়ারত করলেন অধ্যাপক নকিবুল হুদা

২০২৪ সালে জুলাই আন্দোলনে শহীদ দুই বীর সন্তানের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই (বুধবার) গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বীর শহীদ মো. ইসমাইল হোসেনের কবর, বাঞ্ছারামপুর পৌর সভার নতুন হাটি গ্রামে এবং বীর শহীদ আশিকুর রহমানের কবর, দড়িকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামে কবর জিয়ারত ও দোয়া মাহফিল হয়। এসময় স্থানীয় ছাত্র-জনতা, রাজনৈতিক নেতা ও শহীদ পরিবারের সদস্যরা গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
কবর জিয়ারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ জামিল হাসান, উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য ও ২নং পাহাড়িয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এনামুল হক, আইয়ূবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা জাকারিয়া, ১২ নং উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মোহাম্মদ আলী লিটন মিয়া এবং ৭ নং সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মো. আবু কাউছার প্রমুখ।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ শে জুলাই আন্দোলনে, বাঞ্ছারামপুরের দুই সূর্যসন্তান দড়িকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামের বীর শহীদ আশিকুর রহমান এবং বাঞ্ছারামপুর পৌরসভার নতুনহাটি গ্রামের বীর শহীদ ইসমাইল হোসেন জুলাই যুদ্ধে জীবন উৎসর্গ করেন।