• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

থাইল্যান্ড ভ্রমণে বাড়ছে ভিসা ফি, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর


বাঞ্ছারামপুর বার্তা | ভ্রমণ ডেস্ক আগস্ট ৭, ২০২৫, ০৮:৩২ এএম থাইল্যান্ড ভ্রমণে বাড়ছে ভিসা ফি, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর

১ সেপ্টেম্বর থেকে নতুন ফি কাঠামো কার্যকরের করার কথা জানিয়েছে ঢাকার রয়েল থাই অ্যাম্বেসি
থাইল্যান্ডে ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশিদের জন্য বাড়ছে ভিসা ফি। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে নতুন ফি কাঠামো কার্যকর করবে ঢাকার রয়েল থাই অ্যাম্বেসি।
বুধবার (৬ আগস্ট) রয়েল থাই অ্যাম্বেসি জানায়, বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত যারা ভিসার ফি পরিশোধ করবেন, তারা পুরোনো ফি কাঠামোর আওতায় থাকবেন। তবে ১ সেপ্টেম্বরের পর থেকে সব আবেদনকারীকেই নতুন ফি অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।
নতুন হার অনুযায়ী, সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি ৩,৬০০ টাকা, ডাবল এন্ট্রি ৭২০০, টুরিস্ট ভিসার ফি ৪,৫০০ টাকা, মাল্টিপল টুরিস্ট ভিসার ফি ২২৫০০। এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসার ফি ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা ও লং টার্ম রেসিডেন্ট (এলটিআর) ভিসার ফি আগের চেয়ে অনেক বেশি নির্ধারণ করা হয়েছে।
পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগালাইজেশন ফি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২,০০০ থেকে ৬,৮০০ টাকার মধ্যে।
এছাড়া ১ সেপ্টেম্বর থেকে নতুনভাবে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে অনলাইনে ভিসা ফি পরিশোধ করতে পারবেন।
তবে দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ফি অবশ্যই নির্ধারিত পরিমাণে এবং একবারে পরিশোধ করতে হবে। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয় এবং কোনো অর্থ ফেরতও দেওয়া হবে না।
দূতাবাস জানায়, ভবিষ্যতে আরও কিছু সেবা ফি সমন্বয়ের পরিকল্পনা রয়েছে যা সময়মতো জানিয়ে দেওয়া হবে।