• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

দুশ্চিন্তা দূরে রাখতে বললেন তিশা


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন প্রতিবেদক জুলাই ১৩, ২০২৫, ১১:৫০ এএম দুশ্চিন্তা দূরে রাখতে বললেন তিশা

অভিনয়শিল্পী ও মডেল নুসরাত ইমরোজ তিশা। অনেক দিন নতুন কোনো কাজের খবরে নেই। তবে পরিকল্পনা চলছে। পছন্দসই গল্প হলে তবেই অভিনয় করবেন। ইনস্টাগ্রামে সরব থাকেন এই অভিনয়শিল্পী ও মডেল।
সম্প্রতি স্থিরচিত্রে পোস্ট করে নুসরাত ইমরোজ তিশা ক্যাপশনে লিখেছেন, ‘হাসিমুখে থাকো, দুশ্চিন্তা দূরে রাখো।’ তিশার পোস্ট করা এসব স্থিরচিত্র বেশ সাড়া ফেলেছে। অনেকে মন্তব্য করে প্রশংসা করেছেন এই অভিনয়শিল্পী ও মডেলের।
তিশার এসব স্থিরচিত্র সাত হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, মন্তব্য করা হয়েছে শতাধিক। ভালোবাসার ইমোজি দিয়ে কেউ লিখেছেন, ‘অপূর্ব সুন্দরী’। কেউ লিখেছেন, ‘মিষ্টতায় পরিপূর্ণ’। আরিফা নামের একজন লিখেছেন, ‘পুরাই পরি একটা তুমি আপু।’ আবার কেউ লিখেছেন, ‘হাসিতে মুক্তা ঝরে।’
নতুন কোনো নাটকে দেখা না গেলেও তিশাকে সর্বশেষ বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’ উপস্থাপনায় দেখা গেছে। এবারের ‘আনন্দমেলা’য় তিশার উপস্থাপনা প্রশংসিত হয়েছে।
দুই দশকের বেশি সময় ধরে পেশাদার অভিনয়ের সঙ্গে যুক্ত তিশা। তাঁর সমসাময়িক সবাই অভিনয় চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি নতুন প্রজন্মের একদল অভিনয়শিল্পী এখন নিয়মিত কাজ করছেন। নিজের নাটক বা টেলিছবি না থাকলেও অন্য সহকর্মীদের কাজগুলো সময় পেলে দেখেন তিশা।
তিশার মতে, নতুন নতুন অনেক পরিচালক এসেছেন। নতুন সব কনসেপ্টে কাজ হচ্ছে। অনেক নতুন শিল্পীও এসেছেন। কিছু কাজ ভালো হচ্ছে, কিছু কাজ খারাপ সেটা অবশ্য আগেও ছিল। ভালো কাজ মন্দ কাজ মিলিয়েই এই অঙ্গন। ওটিটিতে অনেক অসাধারণ কাজ হচ্ছে। আমার মনে হচ্ছে, ভবিষ্যতে আমরা ভালো কাজ পাব। আমি আশাবাদী মানুষ। সেই আশায় আছি।
নতুন কাজের ধারাবাহিকতা না থাকলেও ভক্তদের সঙ্গে যোগাযোগ কিন্তু ঠিকই আছে, ‘সোশ্যাল মিডিয়ার কারণে চাইলেও এখন আর দূরে থাকা সম্ভব নয়। ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, অল্প বা বড় পরিসর যেটাই হোক, একবার সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। আমিও বের হতে পারিনি। ফেসবুক, ইনস্টাগ্রামের থ্রুতে ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা হচ্ছে। বিভিন্ন মুহূর্তের খবর তাঁদের সঙ্গে শেয়ার হচ্ছে।’ এক সাক্ষাৎকারে বলেছিলেন তিশা। 

Side banner