পটুয়াখালীর মহিপুর থানার ধূলাসার ইউনিয়নে চরচাপলী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসেছে গরুর হাট। গরু-মহিষের পায়ে পিষ্ট হয়ে নষ্ট হচ্ছে মাঠ। খানাখন্দে বৃষ্টির পানি জমে নষ্ট হতে পুরো মাঠের খেলার পরিবেশ। এতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে জনমনে। টাকার বিনিময়ে মাঠে পশুর হাটের অনুমতি মিলেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।
কামাল হোসেন রনি নামের একজন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন স্কুল মাঠেই গরুর হাট। এক সময় এই মাঠের ঘাস বিক্রি হত। খেলাধুলা করা নিষেধ ছিল কারণ ঘাস নষ্ট হয়ে যাবে। মাঠের অর্ধেকটায় বসে গরুর বাজার। সারা সপ্তাহ গোবরের সুঘ্রাণ ছড়িয়ে যাবে শিক্ষার্থীদের মাঝে। কোন লাভের আশায় স্কুল মাঠে গরুর হাট বসার অনুমতি দেয়া হয় জানি না। আজ মাঠে গিয়ে সেই চিরচেনা হাট দেখলাম।
শুক্রবার (২৩ মে) সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে গরু-ছাগল, মহিষসহ প্রায় কয়েক’শ গবাদিপশু বিক্রির জন্য বেঁধে রাখা হয়েছে। এতে পায়ের আঘাতে নষ্ট হচ্ছে মাঠের ঘাস, মলমূত্রেও নষ্ট হচ্ছে মাঠ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে বাজারে গরু-ছাগলের ব্যাপক ভিড় হওয়ায় টাকার বিনিময়ে স্কুল মাঠে হাটের জায়গা দিয়েছেন প্রধান শিক্ষক।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বলেন, বিদ্যালয়ের সামনে খেলার মাঠে এই গরু-ছাগলের হাট বসানোর কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে। বর্ষার মৌসুম হওয়ায় মাঠে সারাক্ষণ কাদা জমে থাকে। শিক্ষার্থীরা সেখানে খেলাধুলা করতে পারে না। এমনকি তারা মাঠ দিয়ে চলাচলও করতে পারে না। গরুর হাটের কারণে বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইসতিয়াক জাহান বলেন, স্কুলের মাঠ ব্যবহার করে গরুর হাট বসানোর বিষয়টা একেবারে ঠিক হয়নি। আমি বর্তমানে এলাকার বাহিরে আছি। বিষয়টা কালকে শুনেছি। খোঁজখবর নিয়ে এগুলো বন্ধ করার ব্যবস্থা করবো।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আলী আহম্মেদ কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি একটি গুরুত্বপূর্ণ মিটিং এ আছেন। পরে কথা বলবেন বলে লাইনটি কেটে দেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও হাট বসানোর সুযোগ নেই। স্কুল মাঠ ব্যবহার করে কেউ যদি হাট বসানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।
আপনার মতামত লিখুন : :