• ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মে ২৫, ২০২৫, ০৩:৪৩ পিএম সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ এর খসড়া অনুমোদনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (২৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন তারা।
বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো. বাদিউল কবির ও কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
বাদিউল কবীর জানান, সরকারি চাকরি আইন, ২০১৮-তে সব আচরণবিধি ও অন্যান্য বিধান বিবৃত আছে। এখন অধ্যাদেশের মাধ্যমে নিবর্তনমূলক ধারা সংযোজন করা হচ্ছে। এটি কালাকানুন। তারা দ্রুত এটি প্রত্যাহার চান।
সকালে সচিবালয়ে কর্মচারীদের দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দিতে দেখা গেছে। বিপুলসংখ্যক কর্মচারীর উপস্থিতিতে মিছিল থেকে স্লোগান দেয়া হয় ‘অবৈধ কালো আইন মানব না’।

Side banner