• ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

খুলনায় জাতীয় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী উদযাপন


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ২৪, ২০২৫, ১০:১৯ পিএম খুলনায় জাতীয় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বিকেলে খুলনা জেলা শিশু একাডেমি কার্যালয়ে এ আয়োজন করা হয়। এবারের জন্মবার্ষিকীর প্রতিপাদ্য ছিল ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রায় তিন হাজার গান রচনাসহ নজরুল জাতির মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। সাধারণের চেয়ে ভিন্ন চিন্তা ও চেতনার জন্যই তিনি জাতীয় কবির মর্যাদা পেয়েছেন এবং মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। 
বক্তারা আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হওয়া দরকার। নজরুলের সাহিত্য ও সংগ্রামী জীবন সম্পর্কে শিশুদের জানানোও তাদের দায়িত্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। এছাড়া বক্তব্য দেন খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার প্রদীপ কুমার দাশ এবং সরকারি বিএল কলেজের অধ্যাপক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, খুলনা জেলা কার্যালয়।

Side banner