হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ভাষাসৈনিক আহমদ রফিক
হাসপাতালে ছয়দিন চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ভাষাসৈনিক আহমদ রফিক। গতকাল সন্ধ্যায় ইস্কাটনের বাসায় ফেরেন তিনি।
আহমদ রফিকের কিডনি-সংক্রান্ত জটিলতা রয়েছে। তার ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত ছিল।
২০০৬ সালে আহমদ রফিকের স্ত্রী মারা যান। এর পর থেকে নিঃসন্তান এই কবি ও লেখক বাসায় একাই থাকেন। তার লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক।