যায় না বৃথা শ্রম যদি মন দিয়ে পরিশ্রম,
অলসতা ফেলো ঝেড়ে-হবে না পণ্ডশ্রম।
পাছে লোকের কথার সময় নেই শোনার,
ভালো কাজ করলে সবে বলবে চমৎকার।
কাজ ছোট বড় যা আসুক ভালে,
ভক্তিতে তা করলে-ভালো কিছুই মিলে।
কায়িক-শ্রম, চাকরি, ব্যবসার মত পেশা,
মন্দ নহে কোন কাজ থাকতে হবে নেশা।
পড়ালেখা, লেখালেখি, জ্ঞানের পথে চলা,
এগুলো ভালো কাজ নাহি করো হেলা।
কখন কবে কোন কাজে সফলতা পাবে,
এমন ভেবে হেলা ফেলায় দুরে নাহি রবে।
কর্ম মাঝে হাসি খুশি জীবন যদি গড়ি
জীবন থাকতে পাবে দেখো মেহনতের মজুরি।
মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর
উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ
আপনার মতামত লিখুন : :