চার চাকার গাড়িটি যদি
একটি চাকা হয় অচল,
সেই গাড়িটি কোন রাস্তায়
করে না আর চলাচল।
ছাত্র, শিক্ষক, অভিভাবক, কমিটি
এই চারে মিলেমিশে,
সব প্রতিষ্ঠানেই আনতে পারে
যশ, খ্যাতি অনায়াসে।
ফলাফল বিপর্যয়ে ছাত্র শিক্ষক
একা দায়ী নয়,
বাকী দুইটাকেও আইনের আওতায়
আনলে ভালো হয়।
উল্লেখিত কথাগুলো পায় যদি
চারটি হৃদয়ে স্থান,
প্রথম সারিতে আলো জ্বালাবে
যে কোন শিক্ষা প্রতিষ্ঠান।
সময় থাকতে আসুন সবাই
এক হয়ে লড়ি,
এই বঙ্গে নতুন করে
সোনার বাংলা গড়ি।
আপনার মতামত লিখুন : :