• ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

একটি রাজনৈতিক দল জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বিষোদগার করছে : বুলবুল


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২৫, ০৬:৩১ পিএম একটি রাজনৈতিক দল জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বিষোদগার করছে : বুলবুল

একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের শীর্ষ স্থানীয় নেতারা জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বিষোদগার করছেন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, তারা জুলাই যোদ্ধাদের অসম্মান ও কটূক্তি করে কথা বলছেন। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করছেন। অথচ এই গণঅভ্যুত্থান না হলে তারা রাজপথ তো দূরের কথা মিডিয়ার সামনেও আসতে পারত না, পারেনি। যারা নিজেদের নেত্রীর বাসভবনের সামনে থেকে একটা বালুর ট্রাক সরাতে পারেনি তারা নাকি গণঅভ্যুত্থান না হলে কিছুদিন পরে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করত। ওয়ারী পূর্ব (৩৯ নং ওয়ার্ড) থানার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত জামায়াতের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের এ নেতা।
বুলবুল বলেন, জনগণের কাছে তাদের এসব কথাবার্তা হাস্যকর। জনগণ তাদের রাজনৈতিক শক্তি সম্পর্কে জানে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচিত সরকার। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সুরে সুর মিলিয়ে একটি দল বলছে তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবে। তারা একবার বলে অন্তর্বর্তীকালীন সরকারের সব সংস্কার তারা মুছে দেবে। আবার বলে তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবে। যারা ক্ষমতায় যাওয়ার আগেই হাজারো ছাত্র-জনতার রক্তে অর্জিত গণঅভ্যুত্থানকে অস্বীকার করে, তারা কোনোভাবেই জুলাই সনদের স্বীকৃতি দেবে না, দিতে পারে না। তারা চায় যেনতেন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে। তারা সংস্কার চায় না, গণহত্যার বিচার চায় না।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির বলেন, নতুন করে ফ্যাসিবাদের অধ্যায় শুরু করার নির্বাচন জনগণ চায় না, জামায়াতে ইসলামীও চায় না। যেটা জনগণ চায়, জামায়াতে ইসলামীও সেটাই চায়। দেশের ৭১ শতাংশ জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কিন্তু সরকার একটি দলের চাপে পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা দিচ্ছে না। যেখানে জরিপে উঠে এসেছে– দেশের ৭১ শতাংশ জনগণ পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন চায়, সেখানে ওই একটি দলের নেতা বলছেন পিআর খায় নাকি মাথায় দেয়। কতটা রাজনৈতিক শিক্ষার অভাব থাকলে একটি রাজনৈতিক দলের নেতারা এমনটি বলতে পারে তা আর বোঝার বাকি থাকে না।
যেই নেতারা এখনো পিআর বোঝেন না তাদের রাজনীতি নিয়ে আরও পড়াশোনার পরামর্শ দিয়ে বুলবুল বলেন, আপনি কিংবা আপনার দল পিআর না বুঝলে সমস্যা কোথায়, যেখানে দেশের ৭১ শতাংশ জনগণ পিআর বুঝে ও পিআর পদ্ধতিতে ভোট চায়।
পিআর পদ্ধতিতে জনমত সংগ্রহে গণভোটের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটে জনগণ যদি পিআর না চায়, জামায়াতে ইসলামীও চাইবে না। কিন্তু জনগণ যদি চায় তাহলে পিআর দিতেই হবে।
জামায়াতে ইসলামী ক্রেডিট নেওয়ার রাজনীতি করে না দাবি করে দলটির এ নেতা বলেন, চব্বিশের ১ জুলাই ছাত্ররা যখন থেকে আন্দোলন শুরু করেছে জামায়াতে ইসলামী তখন থেকেই ছাত্রদের আন্দোলনে সার্বিক সহযোগিতা করেছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ছাত্রদের আন্দোলনে সমর্থন জানিয়ে দলীয় নেতাকর্মীদের ও দেশবাসীকে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন। বড় দল দাবি করা একটি রাজনৈতিক দলের মহাসচিব আন্দোলন চলাকালীন মিডিয়ার সামনে বলেছেন, এই আন্দোলন ছাত্রদের, এই আন্দোলনে তার দলের কেউ জড়িত নেই। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তীতে তারা দাবি করতে শুরু করেছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড তাদের নেতা। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের কত হাজার নেতাকর্মী শহীদ কিংবা আহত হয়েছে সেটি আমরা আলাদা করতে চাই না। কারণ আমরা ক্রেডিটের রাজনীতি করি না, দেশ ও জাতির জন্য রাজনীতি করি।
বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।

Side banner