• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

পাথরঘাটায় শিক্ষকের হাতে সাংবাদিক লাঞ্ছিত


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার আগস্ট ২৫, ২০২৫, ০৮:১৮ পিএম পাথরঘাটায় শিক্ষকের হাতে সাংবাদিক লাঞ্ছিত

বরগুনার পাথরঘাটা উপজেলার ৭২ নম্বর উত্তর-পশ্চিম জালিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলমের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস। কমিটির প্রধান করা হয়েছে কিরণ হাওলাদার ও রনজিত মিস্ত্রিকে।
রবিবার (২৪ আগস্ট) বিদ্যালয়ের মাঠ দখল করে ধানের বীজতলা তৈরি করেন প্রধান শিক্ষক খায়রুল আলম। এ খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। সাংবাদিকদের ধাক্কা দিয়ে অফিস কক্ষে আটকে রাখা হয়। এসময় আরটিভির পাথরঘাটা উপজেলা প্রতিনিধি তাওহীদুল ইসলাম শুভ পায়ে আঘাত পান।
বিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ বলেন, আমাদের প্রধান স্যার মোসলেম দাদুর সঙ্গে কথা বলে মাঠে ধানের বীজ দিয়েছেন।
আরেক শিক্ষার্থী ইদ্রিস জানায়, আগে আমরা মাঠে খেলতে পারতাম। এখন ধান রোপণ করার কারণে খেলতে পারি না।
অভিযোগ রয়েছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম নিয়মিত ক্লাস না নিয়ে শ্রেণিকক্ষে ঘুমান ও মোবাইলে ভিডিও দেখেন। এছাড়া শিক্ষার্থীদের বেত দিয়ে মারধরের অভিযোগও উঠেছে।
সমকালের প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ বলেন, সাংবাদিকরা তথ্য সংগ্রহে ঘটনাস্থলে যাবেই। তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
যুগান্তরের প্রতিনিধি মোস্তফা চৌধুরী বলেন, একজন প্রধান শিক্ষক হয়ে সাংবাদিককে লাঞ্ছিত করা দুঃখজনক। এর দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শফিকুল ইসলাম খোকন বলেন, সাংবাদিকের কাজ সংবাদ সংগ্রহ। কেউ তথ্য দিতে না চাইলে ভিন্নভাবে জানাতে পারে, কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত করা অনৈতিক ও নিন্দনীয়।
প্রথম আলোর প্রতিনিধি ও পাথরঘাটা প্রেসক্লাব সভাপতি আমিন সোহেল বলেন, সাংবাদিকের ক্যামেরায় হাত তোলা কিংবা ধাক্কা দেওয়া গুরুতর অপরাধ। সাংবাদিকরা সত্য প্রকাশের দায়িত্ব পালন করেন। তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
মডেল প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন খান বলেন, যেখানে অনিয়ম-দুর্নীতি, সেখানে সাংবাদিক যাবে এটাই স্বাভাবিক। সাংবাদিককে লাঞ্ছিত করা দুঃখজনক।
এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও প্রেসক্লাব নেতারা বিবৃতিতে ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Side banner