• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

চেক জালিয়াতি মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মনু গ্রেপ্তার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার আগস্ট ৪, ২০২৫, ০৪:৪০ পিএম চেক জালিয়াতি মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মনু গ্রেপ্তার

চেক জালিয়াতির মামলার সাজাপ্রাপ্ত আসামি পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (৪ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মনু পলাতক ছিলেন। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় কাউখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় ২০২৪ সালের ১৩ অক্টোবর নাশকতা মামলায় এজাহারনামীয় ১ নম্বর আসামি। পরে মামলার তদন্তকারী অফিসার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখায়।
বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, আজ সোমবার গ্রেপ্তার আসামি মনুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।