• ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

লালপুরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার অক্টোবর ২৩, ২০২৫, ১২:০৭ পিএম লালপুরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

নাটোরের লালপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাইনিজ কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তার ছেলেকেও মারধর করা হয়। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ছোট ময়না গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের আসলাম আলী ও তার ছেলে আসিক আলী। 
স্থানীয় সূত্রে জানা গেছে, আসলামের প্রতিবেশী ইদ্রিস প্রামানিকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে ইদ্রিসের ছেলে চাইনিজ কুড়াল দিয়ে আসলাম আলীর পেট ও পায়ে কোপ দেয়, এতে তিনি গুরুতর জখম হন। এ সময় আসলামের ছেলে আসিক আলীকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে ইদ্রিস আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  
এ বিষয়ে ভুক্তভোগী আহত আসিক আলী একই এলাকার নাহারুল, নজমুলও ইদ্রিস আলির নামের লালপুর থানা একটি অভিযোগ দায়ের করেন। 
এ বিষয়ে লালপুর থানার ওসি মনিরুজ্জামান জানান মারামারির ঘটনা অভিযোগ পাওয়ার পরে আমি ঘটনার স্থলে গিয়েছি দুই পক্ষের মধ্যে আগে থেকে জমি জামার গন্ডগোল থাকলেও মূলত আজকে রান্না ঘরের ধোঁয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এই ঘটনা ঘটে। তারা মূলত ভাই ভাই। তদন্ত সাপেক্ষে অভিযান চলছে।

Side banner