• ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

হাটহাজারীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, শিবির নেতা আটক


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২২, ২০২৫, ০৯:৫৫ পিএম হাটহাজারীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, শিবির নেতা আটক

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর হামলার অভিযোগে মো. রায়হান (২৬) নামে শিবিরের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।
আটক মো. রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের মো. আবুল কালামের ছেলে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, বুধবার দুপুরে থানায় ঢুকে ছাত্র হত্যার ঘটনায় জড়িতদের ছবি ও ভিডিও ধারন করার সময় পুলিশ বাধা দিলে রায়হান পুলিশের ওপর হামলা করে। পরে তাকে আটক করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরীর দাবি, রায়হান একসময় কলেজ শাখার সভাপতি ছিলেন। বর্তমানে তিনি জামায়াতের কোনো পদ-পদবীতে নেই।

Side banner