• ঢাকা
  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৪, ২০২৫, ০৩:০৪ পিএম রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি লন্ড্রির দোকানে কাজ করতেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ ভোর রাতের দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
নিহত ইকবাল বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। 
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
এসআই আরও বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পারি রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি ইকবালকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করা হয়েছে এবং যাত্রাবাড়ী থানায় পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
ইকবালের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক জানান, তিনি যাত্রাবাড়ীর একটি লন্ড্রির দোকানে কাজ করতেন। গতকাল রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। এ সময় যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে আমার ভাই ঘটনাস্থলেই মারা যায়।

Side banner