• ঢাকা
  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে জসিম মাস্টারের শাস্তির দাবিতে র‌্যালী পথসভা


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার অক্টোবর ২২, ২০২৫, ১০:১২ পিএম বাঞ্ছারামপুরে জসিম মাস্টারের শাস্তির দাবিতে র‌্যালী পথসভা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালাইনগর গ্রামের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির হোসেনের ওপর হামলাকারী আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মাস্টার ও সহযোগীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা বিএনপির জেলা কমিটির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। 
বাঞ্ছারামপুর উপজেলা মিলনায়তনের সামনে থেকে শুরু হয়ে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পথসভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ।
র‌্যালী ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি শাখাওয়াত হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক জেড এ এইচ সেলিম শুকরি, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক রুস্তম আলম, ছাত্র বিষক সম্পাদক আবু কালাম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি লিটন সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি আশিকুর রহমান অন্তু, মহিলা দলের সভাপতি রুমা আক্তার, পৌর মহিলা দলের সভাপতি মিনারা বেগম, সাধারণ সম্পাদক বিউটি আক্তার, রুজিনা আক্তার প্রমুখ। 

Side banner