• ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুর সড়ক পরিদর্শন: নির্মাণ সামগ্রী সরানোর নির্দেশ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:১৬ পিএম বাঞ্ছারামপুর সড়ক পরিদর্শন: নির্মাণ সামগ্রী সরানোর নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার আওতাধীন বিভিন্ন সড়ক ও মাতুরবাড়ি মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত সড়ক পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূইয়া এবং পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মাহাবুব হাসান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সরেজমিনে এ সড়ক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে দেখা যায়, মাতুরবাড়ি মোড় থেকে ফেরিঘাট পর্যন্ত সড়কের উপর কোথাও নির্মাণ সামগ্রী নেই। তবে পৌরসভার ভেতরে কিছু সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখা হয়েছে।
এ সময় সহকারী কমিশনার মো. রবিউল হাসান ভূইয়া (ভূমি) সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, সড়কের উপর নির্মাণ সামগ্রী রাখলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি নির্দেশ দেন, আজকের মধ্যেই এসব নির্মাণ সামগ্রী সড়ক থেকে সরিয়ে নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Side banner