• ঢাকা
  • সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৫:৪৩ পিএম বাঞ্ছারামপুরে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারী জমির আলীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বাঞ্ছারামপুর থানা পুলিশ আইয়ুবপুর থেকে মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারী বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়িকান্দি গ্রামের আবদুস সাত্তার ও ফরিদা বেগমের ছেলে জমির আলী।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

Side banner