• ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ভেদরগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৬:০৩ পিএম ভেদরগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর মরদেহ

শরীয়তপুরের ভেদরগঞ্জে নিখোঁজের দুই দিন পর তায়েবা নামের এক শিশুর মরদেহ প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকায় মরদেহটির সন্ধান পাওয়া যায়। এর আগে, গত বুধবার থেকে শিশুটি নিখোঁজ ছিল।
তায়েবা ওই এলাকার টিটু সরদারের মেয়ে। সে স্থানীয় দারুন নাজার মাদ্রাসার নার্সারীতে পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তায়েবা বুধবার বিকেলে বাসা থেকে খেলার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং পরবর্তীতে আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং ও পোস্টারি শুরু করেন। এরপরেও নিখোঁজ তায়েবার সন্ধান মেলে না। 
শুক্রবার সকাল থেকে পুনরায় এলাকাজুড়ে তল্লাশি শুরু করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এরপর বাড়ির অদূরে মেসবাহউদ্দীন মোল্লা নামে এক প্রতিবেশীর বাসার সেপটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখলে সন্দেহ হয় তাদের। পরে সেখানে তায়েবার মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা।
বিষয়টি নিয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, শিশুটি নিখোঁজের পর আমরাও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। আজ দুপুরে খবর পেয়েছি বাড়ির অদূরে একটি সেপটিক ট্যাংকের ভেতর তার মরদেহ পাওয়া গিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Side banner