• ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


বাঞ্ছারামপুর বার্তা | ফয়সল আহমেদ খান সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:২৭ পিএম বাঞ্ছারামপুরে একদিনে ৭২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা জরিমানাসহ আবাসিক ও বাণিজ্যিক মিলিয়ে ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে যৌথভাবে পেট্রো বাংলা ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিনভর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত  নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নেতৃত্বে এবিকা, গৌরীপুর, বিজিডিসিএল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর, রাধানগর ও বাঞ্ছারামপুর কলেজ রোডে অভিযান পরিচালনা করে। 
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানায়, কালিকাপুর এলাকায় ২০০ফুট পাইপ উত্তোলন করে ৫০০ ফুট নেটওয়ার্ক অকেজো করার মাধ্যমে ২০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে রাধানগর মধ্যপাড়া এলাকায় ৪০০ ফুট পাইপ উত্তোলন করে ৪৯২০ ফুট নেটওয়ার্ক অকেজো করার মাধ্যমে ৫০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে পেট্রোবাংলা ভিজিল্যান্স টিম-৮ এর তিন সদস্য ছিলেন শাম্মী আক্তার ডিজিএম (এক্সপ্লোরেশন), মো. তানভীর হোসেন ব্যবস্থাপক (ডিপিডি) ও তৌহিদুল ইসলাম সহকারী ব্যবস্থাপক (টেকনিক্যাল)।
অন্যরা হলেন বাখরাবাদ ভিজিলেন্স টিমের প্রকৌশলী আবু মো. জাহাঙ্গীর বাদশা, ডিজিএম (ভিজিল্যান্স) মো. সেলিম খান, ব্যবস্থাপক (ভিজিলেন্স) ও শাহ্ মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী প্রকৌশলী, ইএস ডিপার্টমেন্ট প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান হামেদী, ব্যবস্থাপক ও মোঃ নাজিম উদ্দিন, সহকারী প্রকৌশলী, সেফটি এন্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মোঃ আব্দুর রউফ, উপ-ব্যবস্থাপক এবং এবিকা গৌরীপুর টিম প্রকৌঃ অম্লান কুমার দত্ত, ব্যবস্থাপক, প্রকৌঃ আছিফুর রহমান, সহকারী প্রকৌশলী, এস এম উজ্জল হোসেন, সহকারী প্রকৌশলী এবং মোঃ মিজানুর রহমান, উপ সহকারী প্রকৌশলী। 
কালিকাপুর ও রাধানগর এলাকায় ৫০টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মোবাইল কোর্টে মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমান করা হয়। 
বাঞ্ছারামপুর উপজেলার ধনকুবের হিসেবে পরিচিত আলহাজ্ব মতিন মিয়ার মালিকানাধীন সোহেল মার্কেটে আকষ্মিক অভিযানে ২টি বাণিজ্যিক রাইজার বিচ্ছিন্ন করা হয়। তারা ২টি রাইজার থেকে ৩৬টি সংযোগ চালিয়েছিল বলে স্বীকার করেন সোহেল মার্কেটের ম্যানেজার মইনুল হোসেন। 
এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কুমিল্লার গৌরিপুর এবিকা টিম প্রকৌশলী অম্লান কুমার দত্ত  জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাঞ্ছারামপুর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭০টি আবাসিক ও ২টি বাণিজ্যিক সহ মোট ৭২টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত করা ও বকেয়া বিল আদায়ে আমাদের টিম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকবে।

Side banner