ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা জামায়াতের উদ্যোগে ৫ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি বাঞ্ছারামপুর সরকারি কলেজ মোড় থেকে শুরু হয়ে প্রতাবগঞ্জ বাজার, চকবাজার ও মোল্লাবাড়ি মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রধান অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন।
প্রধান অতিথি উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মাদ আবুল বাশার বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আবারও নতুন ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হবে।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে শেখ হাসিনা জনগণের ভোটাধিকারসহ সব স্বাধীনতা হরণ করে স্বৈরাচার কায়েম করেছেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মুফতি আতিকুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম, খেলাফত মজলিশের সেক্রেটারি মাওলানা সারোয়ার আলমগীর, মাওলানা আব্দুল বাছির, মো. সাইদুর রহমান, মো. এনামুল হক, মো. আলী লিটন মিয়া, মো. আবু কাউছার ও মো. ফারুক মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুফতি আলাউদ্দিন সাদি।
আপনার মতামত লিখুন : :