ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদার পক্ষে কেন্দ্র পরিচালক ও সচিবদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হৃদয় বলেন, দেশে জামায়াতে ইসলামের গণজোয়ার তৈরি হয়েছে। জামায়াতে ইসলাম গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। দেশের মানুষের আত্মার একমাত্র ভরসাস্থল এখন জামায়াতে ইসলাম।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও টিম সদস্য, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা; মাওলানা রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা; মাওলানা কাজী আবুল বাশার, আমীর, বাঞ্ছারামপুর উপজেলা; মোঃ শামীম নূর ইসলাম, সেক্রেটারি, বাঞ্ছারামপুর উপজেলা; মুফতি আলাউদ্দীন সাদীসহ উপজেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থা অর্জনে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন : :