চলমান এশিয়া কাপের গ্রুপপর্বে ভারত-পাকিস্তান মহারণের পর পেহেলগামে সন্ত্রাসী হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করেছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। যার জেরে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই অভিযোগের শুনানিতে ভারত অধিনায়ককে সতর্কবার্তা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানায়নি আইসিসি। শিগগিরই এই ঘটনার রায় জানানোর কথা রয়েছে।
তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সূর্যকে ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য করতে নিষেধ করেছে আইসিসি। শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগেই সূর্যকে নিয়ে রায় জানাতে পারে আইসিসি। সেই সঙ্গে তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হতে পারে। একটি ডি-মেরিট পয়েন্টও পেতে পারেন ভারত অধিনায়ক।
আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছেন সূর্য। নিজের বক্তব্য পেশ করেছেন ভারত অধিনায়ক। সূর্য জানিয়েছেন, তিনি কোনও অপরাধ করেননি। এবার বাকিটা রিচার্ডসনের হাতে।
এদিকে, ভারতীয় অধিনায়কের মতো বিপাকে পড়তে যাচ্ছেন পাকিস্তানের দুই ক্রিকেটারও। পাকিস্তানের পেসার হ্যারিস রউফ ও ব্যাটার সাহিবজাদা ফারহানকেও ম্যাচ রেফারির মুখোমুখি হতে হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
সুপার ফোরের ম্যাচে রউফ এবং ফারহানের উচ্ছ্বাস প্রকাশের ধরনের বিরোধিতা করে আইসিসিকে মেইল করেছিল বিসিসিআই। ব্যক্তিগত অর্ধশতরানের পর ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে অভিযোগ জানানো হয়েছিল। পাকিস্তানের দুই ক্রিকেটার যদি অভিযোগ অস্বীকার করেন তাহলে শুনানি হবে। সেখানে আইসিসির এলিট প্যানেলের রেফারি রিচার্ডসনের প্রশ্নের মুখে পড়তে হবে তাদের।
পাল্টা হিসেবে পাকিস্তান অভিযোগ জানিয়েছিল সূর্যকুমারের বিরুদ্ধে। গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর সেই জয় পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের উৎসর্গ করেছিলেন ভারতের অধিনায়ক। কুর্নিশ করেছিলেন ভারতের সশস্ত্র বাহিনীকে। পিসিবির মতে, রাজনৈতিক মন্তব্য করেছেন সূর্য। তাকে শাস্তি দেওয়ার আবেদন করা হয়েছিল। এখন দেখার, রিচার্ডসন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন।
আপনার মতামত লিখুন : :