ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। যেখানে সবাইকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন পিএসজির উইঙ্গার উসমান দেম্বেলে। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন লামিনে ইয়ামাল। ব্যালন না পেলেও অন্য একটি পুরস্কার ঠিকই জিতেছেন তিনি।
অনূর্ধ্ব-২১ বছরের ফুটবলারদের মাঝে বর্ষসেরার পুরস্কার ‘কোপা ট্রফি’ জিতেছেন ইয়ামাল। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন তিনি। স্পেন ও বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডকে ট্রফি তুলে দেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার রাফায়েল ভারানে। মাত্র ১৮ বছর বয়সেই দুইবার কোপা ট্রফি জেতার অনন্য কীর্তি গড়লেন এই উইঙ্গার।
গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সই ইয়ামালকে এই স্বীকৃতি এনে দিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি সতীর্থদের ২৫টি গোল করিয়েছেন তিনি। ২০১৮ সালে পুরস্কারটি চালু হওয়ার পর প্রথমবার জেতেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর বার্সেলোনার জার্সিতে পেদ্রি ও গাভি এই সম্মান পেয়েছিলেন। তবে দুইবার জেতার কীর্তি গড়লেন কেবল ইয়ামালই।
নারী বিভাগে এবার বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার আরেক ফরোয়ার্ড ভিকি লোপেস। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডও গত মৌসুমে ক্লাব ফুটবলে আলো ছড়িয়েছেন। নারী ফুটবলে ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার আরেক ফুটবলার আইতানা বোনমাতি।
আপনার মতামত লিখুন : :