বাঞ্ছারামপুর মডেল থানার সম্মুখে অবস্থিত থানা কলোনির একমাত্র গোসলের ঘাট এবং থানা সংলগ্ন মডেল থানা জামে মসজিদে যাতায়াতের পথটি বর্তমানে চরম ঝুঁকির মুখে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে ঘাট সংলগ্ন ব্রিজটি জীর্ণ ও প্রায় ভেঙে পড়ার অবস্থায় পৌঁছেছে। এলাকাবাসীর আশঙ্কা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এই ব্রিজটি শুধু থানা কলোনি এলাকার মানুষের গোসলের একমাত্র সুবিধা নয়, পাশাপাশি এটি মসজিদগামী মুসল্লিদের প্রধান যাতায়াত পথ। প্রতিদিন শতাধিক মুসল্লি এই ব্রিজ ব্যবহার করে নামাজে যান। এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. সবুজ মিয়া জানান, আমরা প্রতিদিন এই ব্রিজ দিয়ে মসজিদে যাই ও গোসল করি। কিন্তু এখন প্রতিবার পা রাখার সময় ভয় লাগে-কখন যে ভেঙে পড়ে, বলা যায় না।
অপর এক বাসিন্দা জানান, ব্রিজটি সংস্কার করা না হলে আমরা গোসলও করতে পারবো না, মসজিদেও যেতে কষ্ট হবে। এটি এখন পুরো এলাকার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিভিন্ন সময়ে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।
থানা কলোনির ভুক্তভোগী বাসিন্দারা ও মুসল্লিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জরুরি ভিত্তিতে ব্রিজটির সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শুধু যাতায়াতেই নয়, জননিরাপত্তায়ও বড় ধরনের ঝুঁকি তৈরি হবে।
আপনার মতামত লিখুন : :