ঢাকার রায়েরবাজার কবরস্থানে গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময়, কবরস্থানে গণকবরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজে নিম্নমানের ইট দেখে সংশ্লিষ্ট প্রকৌশলী ও টেন্ডারকারীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শনিবার (২ আগস্ট) পরিদর্শনের সময় সংশ্লিষ্টদের ইট দেখিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনা কী? ইটের এটা কী কোয়ালিটি?
টেন্ডার সংশ্লিষ্ট এক ব্যক্তি উত্তরে বলেন, স্যার, এটা এক নম্বর ইট।
এ কী ইট লাগাইছেন, শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?
স্বরাষ্ট্র উপদেষ্টা রাগান্বিত হয়ে বলেন, কীসের এক নম্বর? এ কী ইট লাগাইছেন আপনারা? শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন আপনারা?
এক ব্যক্তি উত্তরে বলেন, স্যার, ১০০ শতভাগ ভালো ইট এটা।
স্বরাষ্ট্র উপদেষ্টা রেগে গিয়ে বলেন, আপ ব্যাটা, কীসের ভালো ইট এটা?
এরপর প্রকৌশলীকে ডাক দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রকৌশলীকে বলেন, ইটগুলো আপনি দেখেন। আপনি কোথা থেকে পাস করেছেন?
উত্তরে প্রকৌশলী বলেন, আইইউবি থেকে।
এ কী ইট লাগাইছেন, শহীদদের কবরের ওপর এভাবে দুর্নীতি করছেন?
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইইউবি থেকে পাস করেছেন। আপনিই দেখেন ইটগুলো কেমন।
এরপর ইটগুলো সরানোর নির্দেশ দেন তিনি। পরে পাশেই পড়ে থাকা ইটের খোয়াগুলোর কাছে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেখানে গিয়েও সেগুলোর মান দেখে ক্ষোভ প্রকাশ করে সেগুলো সরানোর নির্দেশ দেন তিনি।
আপনার মতামত লিখুন : :