• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

গোপালগঞ্জে জিপিএ ৫ প্রাপ্ত ৬৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা 


বাঞ্ছারামপুর বার্তা | মনির মোল্যা আগস্ট ২, ২০২৫, ০৭:৫৯ পিএম গোপালগঞ্জে জিপিএ ৫ প্রাপ্ত ৬৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা 

গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধণা দিয়েছে জেলা প্রশাসন। জেলা শিল্পকলা একাডেমীর অডিটোরিয়ামে জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক মো. ওহিদ আলম লস্কার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক মো. গোলাম কবির, গোপালগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানি ও জেলা শিক্ষা কর্মকর্তা মো.খো. রুহুল আমিন। 
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বীণাপাণি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. শওকত আলী, শিক্ষার্থী ভূঁইয়া সাজেদা সোয়া দেবনিল অধিকার প্রমুখ বক্তব্য রাখেন। 
পরে জেলার পাঁচ উপজেলা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ পাস প্রাপ্ত ৬৪৪  শিক্ষার্থীর হাতে  ক্রেস্ট তুলে দেন অতিথিরা।