• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে জুলাই পুণর্জাগরণ নিয়ে নানা আয়োজন


বাঞ্ছারামপুর বার্তা | আলমগীর হোসেন জুলাই ৩১, ২০২৫, ০৮:৪৮ পিএম বাঞ্ছারামপুরে জুলাই পুণর্জাগরণ নিয়ে নানা আয়োজন

‘জুলাই’, চেতনাকে ধারণ করে বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলার চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কবিতা আবৃতি, চিত্রাংকন, দেশের গান ও রচনা প্রতিযোগিতা। এই আয়োজন শুধুই প্রতিযোগিতা নয়, ছিল একটি অনুভবের জাগরণ নতুন প্রজন্মকে ইতিহাস, মানবতা আর দেশপ্রেমে উদ্বুদ্ধ করার এক অনন্য প্রয়াস। শিশুদের কণ্ঠে ছিল সাহস, ভালোবাসা আর দেশের প্রতি অগাধ শ্রদ্ধার প্রকাশ। তাদের তুলিতে ফুটে উঠেছে শোক, সংগ্রাম, সম্ভাবনা আর স্বপ্নের রঙ।
চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. জাকির হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত “জুলাই পুনর্জাগরণী” অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহম্মদ জমদ্দার, প্রধান আলোচক ছিলেন বাঞ্ছারামপুর সরকারি এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উপজেলা স্কাউট লিডার শফিকুল ইসলাম, কালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসী লাকী, ফরদাবাদ মুন্সিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজল মনি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় চেতনাই হোক জুলাইয়ের আলো, শিক্ষাই হোক মূল্যবোধ গঠনের দৃঢ় ভিত্তি। যেখানে প্রতিটি মুখে ভেসে উঠেছে আত্মবিশ্বাস আর আগামী দিনের আশা। নতুন প্রজন্মকে জানাই ইতিহাস, শেখাই অনুভব আর গড়ি এক সৃজনশীল বাংলাদেশ। শোক নয় চেতনায় জাগরণ হোক জুলাইয়ের মূল বার্তা। 
দিনব্যাপী বর্ণিল আয়োজনের অংশ হিসেবে সকালে কাব-স্কাউট উন প্রোগ্রাম পরিচালনা করেন চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনিট লিডার মো. নূরে আলম শাহিন ও উপজেলা স্কাউট যুগ্ম সম্পাদক সহকারী শিক্ষক মমতাজ বেগম।