• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন মোস্তাফিজ


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া ডেস্ক মে ১৮, ২০২৫, ০২:৩৯ পিএম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন মোস্তাফিজ

বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করছিল আরব আমিরাত। কিন্তু শেষ দিকে দুই ওভারে ৭টি ডটবল দিয়ে ম্যাচ নিজেদের করে নেন মোস্তাফিজুর রহমান। এর ফলেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়েছেন এই টাইগার পেসার।
শনিবার (১৭ মে) ৪ ওভার বল মাত্র ১৭ রান দিয়েছেন মোস্তাফিজ। শিকার করেছে মাত্র ১ উইকেট। ডেথ ওভারে ৭টি ডটবল দিয়েছেন তিনি।
এতে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে ৩০০ ডট বল দিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। আগে থেকেই এই তালিকায় মুস্তাফিজ ছিলেন সবার ওপরে। গতকাল সেটাকে নিয়ে গেলেন অন্য মাত্রায়। এখনও পর্যন্ত আর কোনো বোলারের ২৫০ ডট বলের রেকর্ডও নেই। দুইয়ে থাকা ক্রিস জর্ডানের ডট বল ২৪১টি। 
ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বল  
৩০০ - মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) 
২৪১ - ক্রিস জর্ডান (ইংল্যান্ড) 
২৪০ - টিম সাউদি (নিউজিল্যান্ড) 
২২২ - হারিস রউফ (পাকিস্তান) 
২০৮ - জাসপ্রিত বুমরাহ (ভারত)
তালিকার এই ৫ বোলারের মধ্যে সবচেয়ে কম রানের তালিকায় মোস্তাফিজ আছেন তিনে। সেদিন বিবেচনায় জাসপ্রিত বুমরাহ আর হারিস রউফ আছেন শীর্ষে। ৮৭ ইনিংসে ৭২৫ বল করে মোস্তাফিজ ডেথ ওভারে দিয়েছেন ৯৯০ রান। বুমরাহ ৫৬৩ রান খরচা করেছেন ৪৯৫ বলে। আর হারিস রউফ ৭৮২ রান দিয়েছেন ৫৮৬ বল করে। 
তালিকায় উইকেটের দিক থেকে ফিজের আগে আছেন অবশ্য কেবলই টিম সাউদি। ১০০ ইনিংসে ডেথ ওভারে সাউদির উইকেট ৬৫টি। ১৩ ইনিংস কম বোলিং করে মোস্তাফিজের উইকেট ৬৩। 
উল্লেখ্য, আইপিএলে খেলতে খুব তাড়াতাড়ি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যোগ দিবেন মোস্তাফিজ। তার আগেই বিশ্বরেকর্ড গড়লেন তিনি।

Side banner