• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নির্বাচন দেওয়ার মতো সুষ্ঠু পরিবেশ এখনও হয়নি: ডা. তাহের


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০২৫, ০২:১২ পিএম নির্বাচন দেওয়ার মতো সুষ্ঠু পরিবেশ এখনও হয়নি: ডা. তাহের

নির্বাচন দেওয়ার মতো সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
রবিবার (১৮ মে) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার আগে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের নায়েবে আমির বলেন, জামায়াতে ইসলামী শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেটি আমাদের লক্ষ্য। তবে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তবে নির্বাচন দেওয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন কমিশনের কিছু বিষয় প্রশ্নবিদ্ধ।
এ সময় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে আশা করি সেসবেও একমতে পৌঁছাতে পারব।
ঐকমত্য শুধু কমিশনের কাজ নয়, সব রাজনৈতিক শক্তির সাহায্যেই ঐকমত্যে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আলী রীয়াজ বলেন, যত দ্রুত সম্ভব আমরা জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চাই।

Side banner