• ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মে ১৮, ২০২৫, ০৭:১৩ পিএম সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলামসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামসহ ১৭ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। রবিবার (১৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। 
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রানা আব্দুল্লাহ আল মাহমুদ আবসার, টিএনজি গ্রুপের চেয়ারম্যান শাহিদা হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম,  ম্যাক্সিম এক্সপো এ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান, অলিম্পিক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম কিবরিয়া, পরিচালক মো. গোলাম মাওলা মজুমদার, রেদওয়ান বিন কিবরিয়া,  রিফাত বিন কিবরিয়া, টিআরজেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক হারুন অর রশীদ, নাসিমা রশীদ, খান টেক্স ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মাদ হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর সেলিম, পরিচালক লুবনা কবীর সেলিম, পরিচালক,  সিফাত হোসেন খান, ডুকাটি এ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. খায়ের মিয়া।
এদিন তাজুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক হাবিবুর রহমান। আবেদনে বলা হয়, তাজুল ইসলামের বিরুদ্ধে বিপুল অর্থবৈভবের মালিক হওয়ার অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগের অনুসন্ধান চলমান সংশ্লিষ্ট ব্যক্তির বিচারিক প্রক্রিয়া এড়াতে যে কোনো সময় দেশত্যাগ করার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনের সুযোগ রহিত করা প্রয়োজন।
এছাড়া দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার প্রিমিয়ার ব্যাংকের ১৬ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখার সাবেক ব্যবস্থাপক রানা আব্দুল্লাহ আল আবসার ও অন্যান্যদের বিরুদ্ধে পরস্পর জোগসাজশে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭ টি প্রতিষ্ঠানের অনুকূলে ঋণের নামে  ৪৭৮ কোটি টাকা তছরুপের অভিযোগ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। 
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে তাদের লন্ডারিংকৃত অর্থ পুনরূদ্ধার করা দুরূহ হয়ে পড়বে।
তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সে জন্য বিদেশ গমন রহিতকরণের নিষেধাজ্ঞা অতীব জরুরি।

Side banner