• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

মবে যদি রায় নেয়া যায়, তাহলে হাইকোর্টের দরকার কী: সারজিস


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মে ২২, ২০২৫, ০২:৩০ পিএম মবে যদি রায় নেয়া যায়, তাহলে হাইকোর্টের দরকার কী: সারজিস

মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী- এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বৃহস্পতিবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমন প্রশ্ন তোলেন। 
এর আগে, বিএনপি ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর বিষয়ে নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এর ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই বলে জানান আইনজীবীরা। ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে বাধা নেই। এ সময় আগামী ২৬ মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেন তিনি।
পরে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে এনসিসি নেতা সারজিস আলম লিখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?’

Side banner