• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

পররাষ্ট্র সচিব নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন: তৌহিদ হোসেন


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক মে ২১, ২০২৫, ০৯:৫৫ পিএম পররাষ্ট্র সচিব নিজ থেকেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন: তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অপসারণ নয়, তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। আগামী দুয়েক দিনের মধ্যেই উনি দায়িত্ব ছেড়ে দেবেন। বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব জসীম নিজেই এ অবস্থান থেকে সরে যেতে চান।  সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। আমরা তাকে সরে যেতে দিচ্ছি। উনি আগামী দু’একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি চাকরি ছেড়ে দেবেন না, চাকরিতে আছেন। ওনার দায়িত্ব পরিবর্তন হবে। পররাষ্ট্র সচিব জসীম কেন সরে যাচ্ছেন, আসলে ঠিক ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কোনো কারণেৃ। যে কোনো সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত এগুলো থাকে। কখনো কোনো সিদ্ধান্ত কোনো একজনে নিয়ে নেয় না। এর বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়, দেখা যাক।
নতুন পররাষ্ট্রসচিব কে হচ্ছেন দু’একদিনে সেটা আপনারা জানতে পারবেন।
অপর এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রদূত সুফিউর রহমানকে অন্তর্বর্তী সরকার গত ২০ এপ্রিল প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। উনি এখন পর্যন্ত যোগ দেননি। সরকারের সিদ্ধান্ত যখন হবে তখন যোগ দেবেন বা দেবেন না। এ ব্যাপারে কিছু চিন্তা-ভাবনা আরও চলছে। তার দায়িত্ব পরিবর্তন বা কোনো কিছু। সেটা যথা সময়ে আপনারা জানতে পারবেন।

Side banner