যশোরের শার্শা উপজেলায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার একটি গ্রাম থেকে সিরাজ মিস্ত্রিকে (৬০) গ্রেপ্তার করা হয় বলে শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান।
মঙ্গলবার সন্ধ্যায় শিশুটির মা শার্শা থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সিরাজ পেশায় রাজমিস্ত্রি।
মামলার বরাতে পুলিশ জানায়, শিশুটির বাবা ভ্যানচালক এবং মা গৃহপরিচারিকার কাজ করেন। তারা দিনের বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকেন। এই অবস্থায় সিরাজ শিশুটিকে টাকার লোভ দেখিয়ে অন্তত চারদিন ধর্ষণ করেন।
শুক্রবার বৃদ্ধ শিশুটিকে আবারও নিজে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি তিনি আরেক মেয়ের কাছ থেকে জানতে পারেন এবং মুরুব্বিদের জানান। কোনো উপায় না পেয়ে মঙ্গলবার থানায় অভিযোগ করেন।
শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, পুলিশের পরামর্শে পরিবার মামলা করেছে। আসামিও গ্রেপ্তার হয়েছে।
আপনার মতামত লিখুন : :