• ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

হাসনাত আব্দুল্লাহ কিংসপার্টির মুখপাত্র: সেলিম ভুইয়া


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার মে ১৯, ২০২৫, ০৫:০৬ পিএম হাসনাত আব্দুল্লাহ কিংসপার্টির মুখপাত্র: সেলিম ভুইয়া

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর মানসিক চিকিৎসার প্রয়োজন বলে দাবি করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। সোমবার (১৯ মে) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।  
‘আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে’ হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের প্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। 
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, গত শুক্রবার এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ‘আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে’ বলে যে মন্তব্য করেছেন সেটি অত্যন্ত শিশুসুলভ বক্তব্য। রাজনৈতিক অপরিপক্বতার কারণে তিনি এই মন্তব্য করেছেন। তার এই বক্তব্যে কুমিল্লার বিএনপি নেতারা বিব্রত। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। 
তিনি আরও বলেন, এই কুমিল্লাতে রাজনীতি করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, কর্নেল আকবর হোসেনরা। এই কুমিল্লাতে বিএনপির নেতাকর্মীরা কাজ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই কুমিল্লা বিএনপির উর্বর ভূমি হিসেবে পরিচিত। যে কোনো দুর্যোগ এবং ক্রান্তিকালে বিএনপির নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। 
অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হবে। অন্য দলের নেতাকর্মীদের সম্মান দিতে হবে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে কুমিল্লার বিএনপি নেতারা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে কুমিল্লার বিএনপি নেতাদের শান্ত রাখা সম্ভব নয়। 
তিনি আরও বলেন, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টি, যেটাকে আমরা রাজার পার্টি বলি সেই পার্টির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলতার রাজনীতি হবে না। অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত ছেলেমানুষী নেতাদের রাজনীতির মাঠে নামিয়ে সরকারকে বিভ্রান্ত করছে। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যতই বিলম্বিত করবে ততই জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন।
অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে মুখ্য ভূমিকা পালন করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেছেন, সার্বক্ষণিক আন্দোলনের মাঠে কাজ করার জন্য। তিনি সব বিষয় মনিটরিং করেছেন। কুমিল্লায় জুলাই-আগস্ট বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। 
এ সময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ উপস্থিত ছিলেন। 
প্রসঙ্গত, গত শুক্রবার (১৬ মে) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জুলাই সম্মেলন করা হয়। ওই সম্মেলনে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। 
তিনি বলেন, ‘কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। রাজনীতি আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে।’
তার এ বক্তব্যে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। হাসনাতের ওই বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে কুমিল্লা বিভাগীয় বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।

Side banner