• ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি: প্রশাসক


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৮:৫০ এএম স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি: প্রশাসক

স্থায়ীভাবে ঢাকার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার রাজধানীর দিয়াবাড়িতে বৃক্ষরোপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খালের মাধ্যমে চ্যানেলিং করে ঢাকার পানি বের করে স্থায়ীভাবে ঢাকার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বায়ু দূষণ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকার এসটিএসগুলো আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জেন্ডার মেইনস্ট্রিমিংয়ের মাধ্যমে একটি ইনক্লুসিভ শহর গড়তে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হিজরা জনগোষ্ঠীর ব্যবসার সুযোগ তৈরি করা হচ্ছে। 
প্রশাসক জানান, যারা ব্যক্তিগতভাবে বৃক্ষরোপণ করেন তাদের জন্য ‘গাছের ডাক্তার’ নামে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি ঢাকায় একটি ট্রি মিউজিয়াম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এবং নগরীর আরবান বায়োডাইভারসিটি হটস্পটগুলো সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বন অধিদপ্তরের ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা, বন অধিদপ্তরের বন সংরক্ষক হুসাইন মোহাম্মদ নিশাদ, উপপ্রধান বন সংরক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন খান, ইডকলের চিফ রিস্ক অফিসার মোহাম্মদ জাভেদ ইকবাল, ইডকলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রায়হান উদ্দিন প্রমুখ।

Side banner