• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

দেশে আওয়ামীপন্থী সাংবাদিক ৩২ শতাংশ: মারুফ কামাল খান


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক জুলাই ৮, ২০২৫, ০৯:২০ এএম দেশে আওয়ামীপন্থী সাংবাদিক ৩২ শতাংশ: মারুফ কামাল খান

বাংলাদেশের মিডিয়া হাউজগুলোতে আওয়ামীপন্থী সাংবাদিক ৩২ শতাংশ বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল। সোমবার (৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে নিজস্ব এক জরিপের ফলাফল প্রকাশ করে এ দাবি করেন তিনি।
ফেসবুক পোস্টে মারুফ কামাল খান সোহেল লেখেন, বহু বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখিতেই কমবেশি জড়িয়ে আছি। কয়েক বছরের একটা গ্যাপ থাকা সত্ত্বেও ঢাকায় কর্মরত বেশিরভাগ সাংবাদিককেই আমি সরাসরি চিনি। সেই সুবাদে আমি ঢাকার সাংবাদিকদের রাজনৈতিক মত ও দল সংশ্লিষ্টতার ওপর মোটামুটি একটা জরিপ করেছি। তার ফলাফল এ রকম : 
আওয়ামী লীগ ৩২% + জামায়াত ও অন্যান্য ইসলামী গোষ্ঠী ২৪% + বিএনপি ১৬% + বিভিন্ন বামপন্থী দল ১২% + এনসিপি ৮% + জাপা ৩% + অন্যান্য ৫% = ১০০
তিনি আরও লেখেন, বিভিন্ন রাজনৈতিক দলসহ যারা সাংবাদিক ও সাংবাদিকতা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা উপরের চিত্রটি মাথায় রাখতে পারেন।

Side banner