• ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ত্বক যখন আয়না, বলে দেয় জটিল রোগের কথা


বাঞ্ছারামপুর বার্তা | ডা. তাসনিম তামান্না হক সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:০৩ পিএম ত্বক যখন আয়না, বলে দেয় জটিল রোগের কথা

স্কিন বা ত্বক শুধু সৌন্দর্য বর্ধনের কাজ করে না বরং এটি আমাদের দেহের আয়না স্বরূপ। দেহের ভেতর কোন সমস্যা হলে সবার আগে দেহের যে অংশ তা জানান দেয় সেটিও আমাদের ত্বক। ত্বক বা স্কিনের অবস্থা থেকে দেহের ভেতরের অনেক বড় বড় অসুখ এমনকি ক্যানসার সম্পর্কেও আগাম বার্তা পাওয়া যায়। 
আসুন আজ জেনে নিই স্কিনের এমন কিছু উপসর্গ যা দেখে আপনি সতর্ক হতে পারবেন বড় কোনো অসুখ হওয়ার আগেই।
ঘাড় বা বগলের কালো দাগ
যদি ধীরে ধীরে বগল বা ঘাড়ে কালো দাগ হতে থাকে তবে ধরে নিতে হবে আপনার ইন্সুলিন রেজিস্টেন্স ডেভেলপ করেছে অর্থাৎ ডায়াবেটিস এর পূর্বলক্ষণ এটি। যদি পরীক্ষায় দেখেন আপনার ডায়াবেটিস নেই কিন্তু হঠাৎ আপনার ঘাড় বা বগল কালো হয়ে যাচ্ছে, সাথে শারীরিক দুর্বলতা /ওজন হ্রাস এর মত উপসর্গ আছে তাহলে এটা আরও ভয়াবহ সমস্যার লক্ষণ হতে পারে যেমন গ্যাস্ট্রিক, ফুসফুস, ওভারি, ব্রেস্ট বা প্রস্টেট এর ক্যান্সার।
চুলকানি
শরীরের কোনো জায়গায় যদি হঠাৎ চুলকানি শুরু হয়ে চামড়া পুরু হয়ে যেতে থাকে সেটিও হতে পারে ক্যানসারের লক্ষণ। লিম্ফোমা, ব্রেস্ট বা ওভারির ক্যানসার, মাল্টিপল মাইলোমার মতো ক্যানসারের লক্ষণ হতে পারে এধরনের চুলকানি যাকে ইকথায়োসিস বলা হয়। 
চোখের আশপাশে চামড়া হলুদ হওয়া
চোখের আশপাশে যদি চামড়া উঁচু হয়ে হলুদ হয়ে যায় তাহলে সেটি আপনার হাই কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। এগুলো লেজার বা ইলেট্রোসার্জারি করে সরিয়ে ফেললেও কোলেস্টেরলের কন্ট্রোল না করলে আবার ফিরে আসতে পারে।
রক্তক্ষরণ হওয়া
খুব সহজেই যদি আপনার শরীরে কালশিটে পড়ে যায় বা অল্প কাটাছেড়াতেই অনেক রক্তক্ষরণ হয় তবে তা রক্তের সমস্যা যেমন হিমোফিলিয়া ছাড়াও লিভার ডিজিজ এর লক্ষণ হতে পারে। রক্তক্ষরণ বন্ধের জন্য জরুরি ক্লটিং ফ্যাক্টর লিভারে তৈরি হওয়া বাধাপ্রাপ্ত হয় বলেই লিভারের সমস্যায় এরকম উপসর্গ দেখা যেতে পারে। 
হাত পায়ের চামড়া পুরু হয়ে যাওয়া
হাতের বা পায়ের তালুর চামড়া যদি পুরু হয়ে যেতে থাকে এটি লক্ষণ হতে পারে পাকস্থলী বা অন্ত্রের ক্যান্সার বা রক্তের ক্যানসার লিউকেমিয়ার।
কাজেই স্কিনের কোন উপসর্গকে অবহেলা করবেন না। এটি হয়তো আপনাকে কোনো কিছু বলতে চাইছে যা আপনার অবশ্যই জানা প্রয়োজন। তবে এরকম কোন উপসর্গ দেখা দেওয়া মানেই যে আপনার ক্যানসার বা কোনো জটিল রোগ হয়ে গিয়েছে তেমনটা কিন্তু না। কাজেই সমস্যা দেখলে ভয় না পেয়ে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন।

Side banner