• ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

যৌবন ধরে রাখতে পাকা পেঁপের ব্যবহার


বাঞ্ছারামপুর বার্তা | জীবনযাপন ডেস্ক সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৩:১৭ পিএম যৌবন ধরে রাখতে পাকা পেঁপের ব্যবহার

সাধারণ ফলের মধ্যে পাকা পেঁপে শুধু স্বাদে নয়, ত্বকের যত্নেও খুব কার্যকর। এতে থাকা ভিটামিন, অ্যান্টি-অক্সিডেন্ট এবং বিশেষ এনজাইম পাপেইন ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে, দাগ-ছোপ হালকা করে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে।
ত্বক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পাকা পেঁপে খাওয়ার পাশাপাশি সরাসরি ত্বকে ব্যবহার করলেও এটি একটি প্রাকৃতিক বিউটি ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। বিশেষ করে পেঁপেতে থাকা পাপেইন এনজাইম মৃত কোষ দূর করে ত্বককে মসৃণ রাখে। ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে, ফলে ত্বক থাকে টানটান ও ঝলমলে। এ ছাড়া, ভিটামিন এ ব্রণ শুকাতে এবং দাগ হালকা করতে সহায়ক।
পাকা পেঁপে দিয়ে ঘরোয়া ফেসপ্যাক:
উজ্জ্বল ত্বকের জন্য:
পাকা পেঁপে চটকে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে সতেজ ও উজ্জ্বল।
ব্রণের দাগ হালকা করতে: পাকা পেঁপে ও লেবুর রস মিশিয়ে মুখে লাগান। নিয়মিত ব্যবহার করলে ব্রণের দাগ হালকা হবে।
শুষ্ক ত্বকের জন্য: পাকা পেঁপে, দই ও মধু মিশিয়ে মুখে লাগালে ত্বক নরম এবং আর্দ্রতা বজায় থাকে।
বিশেষ সতর্কতা: যাদের ত্বক অতিসংবেদনশীল, তারা আগে হাতের ওপর অল্প পরিমাণ ব্যবহার করে প্যাচ পরীক্ষা করুন। এছাড়া, লেবুর রস মিশিয়ে পাকা পেঁপে ব্যবহার করলে রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, বাজারের দামি কেমিক্যাল ক্রিমের তুলনায় পাকা পেঁপে সম্পূর্ণ নিরাপদ এবং এটি যৌবনের গোপন রহস্য ধরে রাখতে পারে।

Side banner