• ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

উজানচরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত


বাঞ্ছারামপুর বার্তা | ফজলে রাব্বি রিফাত সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৮:৪৮ পিএম উজানচরে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক ভিডিও শো, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের অংশ হিসেবে কমিউনিটি পর্যায়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজন করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উজানচর ইউনিয়ন পরিষদের হলরুমে এই আয়োজন সম্পন্ন হয়। দেশের সর্বস্তরের সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়ারিশ মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং স্থানীয় বিভিন্ন পেশার জনসাধারণ। 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর মো. ফেরদৌস আহমেদ ও ওমর ফারুক ভুইয়া।
প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন। ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি’র অর্থায়ন এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপশা)-এর সহযোগিতায় এটি বাস্তবায়িত হয়েছে।

Side banner