• ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

বাঞ্ছারামপুরে ভোটার বেড়েছে ২১ হাজারেরও বেশি


বাঞ্ছারামপুর বার্তা | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৬:৫৯ পিএম বাঞ্ছারামপুরে ভোটার বেড়েছে ২১ হাজারেরও বেশি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সংসদীয় আসনে ৬টি কেন্দ্র এবং প্রায় ২১ হাজার ৩ শত ৮২ ভোটার বেড়েছে। আগামী জাতীয় সংসদে ভোটার বৃদ্ধির আনুপাতিক হারে এ ভোট কেন্দ্র বাড়ানো হয়েছে বলে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা মো. নাদিরুজ্জামান আজ (১১ সেপ্টেম্বর) জানিয়ে বলেন, এটি খসড়া তালিকা। আগামী ৩০ নভেম্বর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় মোট কেন্দ্র ছিলো ৯১টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯৭টিতে। সাধারণত ভোটার বাড়ার সঙ্গে-সঙ্গে আনুপাতিক হারে কেন্দ্রও বাড়ে। সম্প্রতি ভোটার তালিকা হালনাগাদ করা হলে প্রায় ২১ হাজার ৩ শত ৮২ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লক্ষ ৮৫ হাজার ৮ শত ১৫টি। ইতোপূর্বে ভোটার সংখ্যা ছিলো ২ লক্ষ ৬৪ হাজার ৪ শ ৩৩ জন।
নতুন ৬ টি কেন্দ্র হলো ১। পহাড়িয়ালান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্ধিত অংশ (পুরুষ) ২। পাহাড়িয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা) ৩। দরিয়াদৌলত আ. গণি উচ্চ বিদ্যালয়ের বর্ধিত অংশ (মহিলা) ৪। দরিয়াদৌলত দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ) ৫। চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ধিত অংশ (পুরুষ) ৬। চরশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ধিত অংশ (মহিলা)। 

Side banner