শেরপুরের নকলা উপজেলায় শতবর্ষী (১০৪) এক নারীকে ধর্ষণের অভিযোগে জোবেদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নকলা উপজেলার ধনাকুশা ইউনিয়নের খালপাড় গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও অভিযুক্ত দুজনই একই গ্রামের বাড়ির পাশের বাসিন্দা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্ত জোবেদ আলীকে পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া গ্রাম থেকে আটক করে নকলা থানায় নিয়ে যায়। শুক্রবার দুপুরে তাকে শেরপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধর্ষণের শিকার বৃদ্ধা জামিরন বেগম (১০৪) জানান, গতকাল দুপুরে বাড়িতে কেউ না থাকায় লম্পট জোবেদ আলী আমার সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে। এরপর বিষয়টি আমার মেয়েদের জানালে থানায় মামলা করে।
ধনাকুশা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার সোহরাব আলী জানান, ধর্ষণের শিকার বৃদ্ধা ও তার ২ মেয়ের কাছে বিস্তারিত তথ্য জেনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। এরপর ওই নারীর যাবতীয় তথ্য নিতে ওসি ওই বাড়িতে আইছিল।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, অভিযোগ দায়েরের পরই ঘটনাস্থলে তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত লম্পট জোবেদ আলীকে আটক করা হয়। শুক্রবার দুপুরে তাকে শেরপুর জেলা আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন : :