• ঢাকা
  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ঝকঝকে দাঁতে সুন্দর হাসি


বাঞ্ছারামপুর বার্তা | জীবনযাপন ডেস্ক আগস্ট ১৩, ২০২৫, ০২:৪৪ পিএম ঝকঝকে দাঁতে সুন্দর হাসি

সুন্দর হাসি আর মুখের সুস্থতার জন্য চাই ঝকঝকে উজ্জ্বল দাঁত। কিন্তু আমাদের অনেকের দাঁতেই হলদেটে দাগ থাকে যা অনেক চেষ্টায়ও দূর হয় না। এটাকে যারা সমস্যা ভাবছেন তাদের জন্য সহজ সমাধান।  
কলার খোসা দাঁতের হলুদ দাগ-ছোপ দূর করতে পারে। কলার খোসার ভেতরের অংশ দাঁতে ঘষুন। এর পটাশিয়াম, ম্যাংগানিজ ও ম্যাগনেশিয়াম দাঁতের হলুদ ছোপ দূর করবে।
একটি স্ট্রবেরির সঙ্গে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজুন।
প্রতিদিন দাঁত মাজার তিন মিনিট আগে তুলায় অলিভ অয়েল লাগিয়ে দাঁতে ঘষুন, হলুদ ছোপ উঠে যাবে।
লেবু আর বেকিং সোডা দিয়েও দাঁত সাদা হবে, এজন্য আধা চা চামচ বেকিং সোডায় সমপরিমাণ লেবুর রস দিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণ মাত্র দুই মিনিট দাঁতে লাগিয়ে রাখুন, এবার টুথপেস্ট দিয়ে ব্রাশ করে নিন।  
সপ্তাহে এক বার নিয়মিত এভাবে ব্রাশ করলে সব সময়ই দাঁত এমন সুন্দর থাকবে।