• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার


বাঞ্ছারামপুর বার্তা | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১১, ২০২৫, ১২:৫৪ পিএম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা অস্ট্রেলিয়ার

এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি। অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিজেই এই ঘোষণা দিয়েছেন।
সোমবার (১১ আগস্ট) এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে তার দেশ। মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রচেষ্টায় গতি আনতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্ত্রিসভা বৈঠকের পর এই ঘোষণা দেন আলবানিজ। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে কিছু অঙ্গীকার পাওয়ার পরই স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতের কোনো ফিলিস্তিনি রাষ্ট্রে হামাসের কোনো সম্পৃক্ততা থাকবে না, এমন বিষয়ও এর মধ্যে রয়েছে।
সংবাদ সম্মেলনে আলবানিজ আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় সংঘাত, দুর্ভোগ ও অনাহার বন্ধের জন্য মানবজাতির সবচেয়ে বড় আশা।

Side banner