• ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ইয়ুমনা জায়েদিকে ধন্যবাদ জানালেন সালমান মুক্তাদির


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৪৪ এএম ইয়ুমনা জায়েদিকে ধন্যবাদ জানালেন সালমান মুক্তাদির

সম্প্রতি সময় তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি নাটক থেকে শুরু করে তারকাদের নিয়ে বেশ আলোচনা করছেন। হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় আসার পর তা যেন আরও বেড়ে গেছে। এর মাঝে অন্যতম জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জায়েদি। নিজের অভিনয় দক্ষতা, ফ্যাশন সেন্স আর যে কোনো পোশাকে নজরকাড়া লুকে নেটিজেনদের মাঝে ধরা দিয়ে থাকেন। 
সম্প্রতি বাংলাদেশি মেয়েদের সাজে ধরা দিয়েছেন। শাড়ি পরা একাধিক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের আলোচিত গান ‘অভদ্র প্রেম’।
এরপর ছবিগুলো নেটিজেনদের মাঝে বেশ ভাইরাল হয়েছে। যা সালমান মুক্তাদিরেও চোখে পড়েছে। এবার ইয়ুমনা জায়েদিকে ধন্যবাদ জানিয়েছেন সালমান মুক্তাদির। 
শেয়ার করা ছবির কমেন্ট বক্সে ধন্যবাদ জানিয়ে সালমান মুক্তাদির লিখেছেন, ‘ধন্যবাদ ইয়ুমনা, ভালোবাসা বাংলাদেশ থেকে।’ 
যা নিয়ে নেটিজেনরাও বেশ আলোচনা করছেন।

Side banner