• ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

ভয়ংকর অভিজ্ঞতা অভিনেত্রী সুমনা চক্রবর্তীর


বাঞ্ছারামপুর বার্তা | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:২৪ এএম ভয়ংকর অভিজ্ঞতা অভিনেত্রী সুমনা চক্রবর্তীর

টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী সুমনা চক্রবর্তী। কপিল শর্মার অনস্ক্রিন স্ত্রী হিসেবেই সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন যিনি। তবে সম্প্রতি দক্ষিণ মুম্বাইয়ে মারাঠা কোটা আন্দোলনের সময় এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি।
রবিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কোলাবা থেকে কেল্লা যাওয়ার পথে হঠাৎই বিক্ষোভকারীরা ঘিরে ধরে সুমনার গাড়ি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেছিলেন অভিনেত্রী। যদিও পরে পোস্টটি মুছে দেন তিনি।
সুমনার ভাষ্য অনুযায়ী, আন্দোলনকারীদের ভিড় থেকে কয়েকজন প্রথমে তার গাড়ির বনেটে ধাক্কা দেয়। এরপর হাসতে হাসতে গাড়ির সঙ্গে শরীর ঠেকিয়ে দাঁড়ায়। অন্যদিকে কয়েকজন ‘জয় মহারাষ্ট্র’ স্লোগান দিতে দিতে জানালার কাঁচে ধাক্কা মারতে থাকে। একই ঘটনার পুনরাবৃত্তি কিছুক্ষণ পর আবারও ঘটে।
তিনি জানান, দক্ষিণ মুম্বাইয়ের পরিচিত রাস্তায় কখনোই এরকম অসুরক্ষিত বোধ করেননি। আশেপাশে পুলিশ উপস্থিত থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেয়নি। বরং অলসভাবে বসে আড্ডা দিতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
অভিনেত্রীর ভাষায়, সেদিন রাস্তাগুলো ভরে ছিল কলার খোসা, প্লাস্টিক বোতল আর নানা আবর্জনায়। এ অভিজ্ঞতাকে তিনি ‘নাগরিক অধিকারের সম্পূর্ণ উপহাস’ হিসেবে আখ্যা দেন।
সুমনা আরও জানান, তার সঙ্গে একজন পুরুষ বন্ধু থাকায় খানিকটা সাহস পেয়েছিলেন। তবে একা থাকলে হয়তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতো। শুরুতে ঘটনাটি মোবাইলে ধারণ করার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু পরে বিরত থাকেন।
ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘যা ঘটেছে তা শান্তিপূর্ণ আন্দোলনের নামে প্রহসন। এমনটা চলতে থাকলে আইন-শৃঙ্খলা কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়তে পারে। আমাদের নিজের শহরে নিরাপদ বোধ করার অধিকার আমাদের প্রাপ্য।’

Side banner