• ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নেপাল পৌঁছালেন জামালরা


বাঞ্ছারামপুর বার্তা | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৯:১৯ এএম নেপাল পৌঁছালেন জামালরা

বাংলাদেশ ফুটবল দলের নেপালের ফ্লাইট ছিল দুপুর দেড়টায়। বাংলাদেশ বিমানের সেই ফ্লাইট সাড়ে পাঁচ ঘন্টা বিলম্বে সন্ধ্যা সাতটায় পুনঃনির্ধারিত হয়। সেখানেও ভোগান্তির শেষ হয়নি। বাংলাদেশ সময় রাত পৌঁনে আটটার দিকে যাত্রা শুরু হয়। ঘন্টা দেড়েক পর বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় কাঠমান্ডু পৌঁছান জামালরা।
নেপাল সফরে বাংলাদেশ ফুটবল দলের বিড়ম্বনা এটাই প্রথম নয়। এর আগে একবার পুরো এক দিন ফ্লাইট ডিলে ছিল। বিমানবন্দর নিকটবর্তী হোটেলে রাতে থেকে পরের দিন আবার রওনা হতে হয়েছে। এবার সাড়ে পাঁচ ঘন্টা সময় বাংলাদেশ দল কাটিয়েছে ইউসিবি লাউঞ্জে।
বাংলাদেশ বিমান ফুটবল দলের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারেনি। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দলের স্পন্সর ইউসিবি’র সঙ্গে যোগাযোগ করে লাউঞ্জে বিশ্রামের ব্যবস্থা করেন।
৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ দু’টি প্রীতি ম্যাচ খেলবে। এই দু’টি ম্যাচে খেলবেন না ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। মোরসালিন, আল আমিন, ফাহমিদুল, শ্রাবণরা খেলছেন অ-২৩ দলে।

Side banner