• ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
Bancharampur Barta
Bongosoft Ltd.

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে যা বললেন লিটন দাস


বাঞ্ছারামপুর বার্তা | ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:১৬ এএম নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে যা বললেন লিটন দাস

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও জয়ে তুলে নিয়েছে টাইগাররা। সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯ উইকেটের জয়ে সিরিজ নিজেদের করে নিল লিটন দাসের দল।
জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি প্রতিটি সিরিজই জেতার চেষ্টা করি, কিন্তু সেটা সবসময় সম্ভব নয়।’
টানা তিনটি সিরিজ জিতলেও খুব একটা খুশি হচ্ছেন না লিটন। তিনি বলেন, ‘দলকে কৃতিত্ব দেওয়া উচিত। তারা গত দুই সপ্তাহ ধরে কঠোর পরিশ্রম করেছে। আমরা এখানে একটি ক্যাম্প করেছি এবং তারা অনুশীলনে নিজেদের পুরোপুরি উজাড় করে দিয়ে চেষ্টা করেছে। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে এবং এই উইকেটে কীভাবে ভালো বোলিং করতে হয় তা অনুসরণ করেছে।’
দলের বোলারদের নিয়ে লিটন বলেন, ‘আপনারা সকলেই জানেন, মুস্তাফিজ আর তাসকিন কেমন গুরুত্বপূর্ণ। নাসুম খুব বেশি ম্যাচ খেলেনি, কিন্তু তিনি ভালো করেছেন। আমরা ধীরে ধীরে আমাদের দল গড়ার চেষ্টা করব। যে কেউ দলে আসুক, সে যদি দারুণ খেলে তা খুবই ভালো। আর যদি জেতা যায়, সব ঠিক হয়ে যাবে। দেখা যাক।’

Side banner