বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালি। তার বিরুদ্ধে উঠেছে প্রতারণা, খারাপ আচরণ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ। তবে বনশালি একা নয়, পরিচালকের প্রোডাকশন টিমের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির নামেও এফআইআর করা হয়েছে বলে খবর।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বনশালির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন রাজস্থানের বিকানেরের বাসিন্দা প্রতীকরাজ মথুর। তার দাবি, ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য পরিচালকের প্রোডাকশন টিম থেকে ছবির লাইন প্রোডিউসার হিসেবে নিযুক্ত করেছিল। সেই অনুযায়ী চুক্তিও হয়েছিল।
যথাসময়ে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছিলেন ওই ব্যক্তি। হঠাৎ চুক্তি বাতিল করে এই প্রকল্প থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এমনকী প্রাপ্য টাকাও তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন প্রতীক।
প্রতীক আরও জানিয়েছেন, তাকে বাদ দেওয়ার খবর শুনে বনশালি এবং তার টিমের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন তিনি। তাদের কারও সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি প্রতীককে। উল্টে তার সঙ্গে নাকি খারাপ আচরণও করা হয়েছে।
প্রসঙ্গত, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর পর সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে ফের জুটি বাঁধতে চলেছেন আলিয়া এবং রণবীর। পাশাপাশি ছবিতে দেখা যাবে ভিকি কৌশলকেও।
একই ছবিতে আলিয়া-রণবীর-দীপিকার রসায়ন নিয়ে স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়েছে দর্শক মনে। তারই মাঝে এমন খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে দর্শকমনে। যদিও এই ঘটনা নিয়ে পরিচালকের সংস্থার পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেয়নি।
আপনার মতামত লিখুন : :